বিশ্বব্যাংকের প্রতিবেদন : খেলাপি ঋণ বিনিয়োগে অশনিসংকেত

আগের সংবাদ

রুদ্ধশ্বাস ভোটগণনায় জয়ী জাহাঙ্গীরের মা

পরের সংবাদ

গাজীপুর সিটির ৪৮০ কেন্দ্রের ফল

জায়েদা খাতুন ২৩৮৯৩৪, আজমত উল্লা ২২২৭৩৭ ভোট

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ১২:৫৯ পূর্বাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ৪:৫৩ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে বিজয়ী হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের  ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন  ২,৩৮,৯৩৪টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাহ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এর আগে সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিলো না প্রার্থীদের। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিলো ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।

নগরে এই প্রথম ইভিএমে ভোট হয়। এই প্রযুক্তির সঙ্গে অনেক ভোটারই অপরিচিত। যে কারণে অনেক কেন্দ্রেই ভোটগ্রহণে ছিলো ধীরগতি। বিশেষ করে নারী ও বয়স্করা কিছুটা জটিলতায় পড়েন। তবে তরুণরা বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দিয়েছেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়