×

আন্তর্জাতিক

ক্যাপিটলে হামলার মূল হোতার ১৮ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৪:৫৭ পিএম

ক্যাপিটলে হামলার মূল হোতার ১৮ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার মূল হোতা স্টুয়ার্ট রোহডসকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

কট্টরপন্থি সংগঠনের প্রধান স্টুয়ার্ট রোহডসের নির্দেশেই যুক্তরাষ্ট্রের সংসদ ক্যাপিটল হিল ভবনে হামলা চালিয়ে ছিল দাঙ্গাকারীরা।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তবে এ মামলার মূল হোতা হিসাবে চিহ্নিত হয়েছেন ৫৭ বছরের স্টুয়ার্ট রোহডস। বৃহস্পতিবার তাকে ১৮ বছরের কারাবাসের সাজা দেন আদালত।

মার্কিন ফেডারেল কোর্ট এদিন কী রায় দেন, তা নিয়ে অনেকেরই উৎসাহ ছিল। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছিলেন সরকারি আইনজীবী। বস্তুত তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী ধারা প্রয়োগের আবেদন জানানো হয়।

সন্ত্রাসবাদী ধারা যুক্ত না করলেও তার কাজ যে সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম নয়, তা মেনে নিয়েছেন ফেডারেল বিচারক। বিচারক অমিত মেহেতার কাছে ২৫ বছরের সাজা ঘোষণার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চরমতম সাজা ঘোষণা করেননি তিনি।

১৮ বছরের কারাবাস ঘোষণা করেছেন। এর আগে ২০২২ সালের নভেম্বরে রোহডস দোষী প্রমাণিত হয়েছিল। এদিন তার সাজা ঘোষণা হলো।

২০২০ সালের নির্বাচনে হারের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। তার ঠিক আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবন আক্রমণ করেন একদল ট্রাম্পভক্ত।

ক্যাপিটল ভবনের ভেতরে ঢুকে কার্যত সব কিছু তছনছ করে দেন তারা। অভিযোগ, রোহডসের নির্দেশেই ওই দলটি ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App