×

খেলা

কোপ্পা জিতে ফাইনালের প্রস্তুতি ইন্টারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৩:৩১ পিএম

কোপ্পা জিতে ফাইনালের প্রস্তুতি ইন্টারের

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছে ইন্টার মিলান। আরও স্পষ্ট করে বললে, দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। তাঁর নৈপুণ্যে পিছিয়ে পড়েও ফিওরেন্তিনার বিপক্ষে কোপ্পা ইতালিয়া (ইতালিয়ান কাপ) ফাইনালে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান।

এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আরও ম্যাচ খেলবে তারা। এর মধ্যে আগামীকাল শনিবার সিরি-এ এর গুরুত্বপূর্ণ ম্যাচে আতালান্টার মুখোমুখি হবে দলটি। রোমের স্টাডিও অলিম্পিকোতে ম্যাচের শুরুতেই ফিওরেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস। ২৯ মিনিটে থ্রো পাস ধরে কোনাকুনি শটে ম্যাচে সমতা ফেরান লাওতারো।

আট মিনিট পর দুর্দান্ত এক ভলি শটে দ্বিতীয় গোলটি করেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এটা ইন্টারের নবম ইতালিয়ান কাপ। রোমাও তাদের সমান ৯ বার জিতেছে। জুভেন্টাস কেবল ১৪ বার জিতে তাদের চেয়ে এগিয়ে আছে। ইদানীং লাওতারো জ্বলে উঠলেই কেবল শিরোপা জেতে ইন্টার। এই যেমন ২০২১ সালে ইন্টারের সিরি-এ জয়ে মূল ভূমিকা ছিল তাঁর।

গত বছর ইতালিয়ান কাপ জয়েও তিনিই ছিলেন ইন্টারের নায়ক। এবারও সেই ট্রফি জিতে দারুণ খুশি তিনি, আমি ভীষণ খুশি। কারণ গত দুই বছর মহান এই ক্লাবটির হয়ে আমরা বেশ ক’টি ট্রফি জিতেছি। আমাদের ঠিক এভাবেই এগিয়ে যেতে হবে। আজ রাতে (বুধবার রাত) আমরা খুব করে চেয়েছিলাম ট্রফিটি উঁচিয়ে ধরতে। যদিও আমাদের শুরুটা জঘন্য ছিল। প্রথম ১৫ মিনিট তো আমরা খেলতেই পারিনি। তবে শুরুতে যা আমাদের করা উচিত ছিল, সেটি আমরা পরে করতে পেরেছি।

ছয়বার ইতালিয়ান কাপ জেতা ফিওরেন্তিনা ২২ বছর পর একটা শিরোপা জেতার সুযোগ পেয়েছিল। কিন্তু লাওতারোর কারণে তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। তাদের সামনে অবশ্য আরেকটি সুযোগ আছে। ৭ জুন তারা প্রাগে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ওয়েস্ট হামের মুখোমুখি হবে। ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হবে ইন্টার। ইতালির দুই ক্লাবই উয়েফা টুর্নামেন্টের ফাইনালের প্রস্তুতি নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App