×

খেলা

আফগানদের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৩:৩০ পিএম

আফগানদের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত

আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি বাতিল করতে পারে ভারত এমনটাই গুঞ্জন ওঠেছে। কারণ ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের বিশ্রামের বিষয়টি সামনে চলে এসেছিল। তবে নতুন পরিকল্পনা নিয়ে সে সিদ্ধান্ত থেকে এবার সরে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় গণমাধ্যমের থেকে পাওয়া খবর, আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল নয়, দ্বিতীয় সারির দল খেলানোর কথা ভাবছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় তারা।

রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে একদম নবীন ও অনভিজ্ঞদের নিয়ে একটি দল গড়ার পরিকল্পনা বিসিসিআইয়ের। যাতে সুযোগ মিলতে পারে আইপিএলের পারফরমারদের।

২০-৩০ জুন আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা । বিসিসিআই চাইছে এই সিরিজকে হয় ছোট করতে না হয় টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ খেলাতে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া।

আইপিএলের ফাইনালে ভারতে আসছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ। এই সময়েই সিরিজ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App