প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। এ খবর নিশ্চিত করেছে দুটি মানবাধিকার সংস্থা।
বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন শুক্রবার জানিয়েছে, বুধবার সকালে নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। ওই সময় মাল্টা ও ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে বেড়াচ্ছিল। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানিয়েছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরো একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ নৌকাটি খুঁজছে। তবে নৌকাটির কোনো খোঁজ পাওয়া যায়নি।একই দিন ইতালির কোস্টগার্ড জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলছে, উদ্ধারকৃতরা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।