×

খেলা

রিয়ালের যে ম্যাচে সবাই ভিনিসিয়ুস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৩:৪৫ পিএম

রিয়ালের যে ম্যাচে সবাই ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রের ২০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের সবাই। একতাবদ্ধ রিয়াল ফুটবলারদের মনের ভাষাটাও তুলে ধরেছে ইএসপিএন ‘আমরা সবাই ভিনিসিয়ুস। যথেষ্ট হয়েছে।’

গত বুধবার বিকেলে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে রিয়াল সমর্থকরাও প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন বর্ণবাদে আক্রান্ত ব্রাজিলিয়ান এ তারকার সমর্থনে, ‘ভিনি, তুমি একা নও। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা তোমার সঙ্গে আছি।’

ভিনিসিয়ুসময় এ ম্যাচে শেষ মুহূর্তে রদ্রিগো গোল করে ২-১ ব্যবধানে রিয়ালকে জয় এনে দিয়েছেন। চোটের কারণে এ ম্যাচে খেলেননি ভিনি। তবে কিক-অফের সময় সতীর্থদের সঙ্গে মাঠে এসেছিলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। পরে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পাশে বসে ম্যাচ উপভোগ করেন ব্রাজিলিয়ান তারকা।

লা লিগা সভাপতির ক্ষমাপ্রার্থনা

চলতি মৌসুমে পাঁচবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। কিন্তু বিচার পাননি। শেষবার ভ্যালেন্সিয়ার মাঠে আক্রান্ত হওয়ার পর লা লিগা কর্তৃপক্ষকেও দায়ী করেছিলেন ভিনি। তাঁর টুইটের পাল্টা জবাব দিতে গিয়ে উল্টো ভিনিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।

তবে প্রবল সমালোচনার মুখে নিজের বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তেবাস। ভিনির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। একটি বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ ক্ষমা চান, ‘আমি ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিসিয়ুস নন, যাঁরা মনে করেন, আমার টুইটটি ভিনিকে আক্রমণ করে করা হয়েছিল, তাঁদের সবার কাছে ক্ষমা চাইছি।’

লা লিগায় আরও চারজন নিষিদ্ধ

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিকে বর্ণবাদী আক্রমণের জন্য এরই মধ্যে তিনজনকে নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। এবার একটি পুতুলে ভিনির জার্সি পরিয়ে মাদ্রিদের একটি ব্রিজে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া চারজনকেও নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

গত ২৬ জানুয়ারি মাদ্রিদ ডার্বির কয়েক ঘণ্টা আগে রিয়ালের অনুশীলন গ্রাউন্ডের বাইরে এ কাণ্ড করেছিল মাদ্রিদেরই আরেকটি ক্লাবের চার সমর্থক। এ চারজনের বিরুদ্ধে ‘হেইট ক্রাইম’ এর তদন্ত করছে পুলিশ। আর লা লিগা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ওই চারজন লা লিগার ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ১ হাজার মিটারের আশপাশে আসতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App