খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়ি ভাঙচুর

আগের সংবাদ

কুমিল্লায় বাসচাপায় ভাইবোনসহ নিহত ৩

পরের সংবাদ

মেহেরপুরে ককটেলসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতা আটক

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ৬:৫০ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ৬:৫০ অপরাহ্ণ

মেহেরপুরে চারটি ককটেলসহ তারেক হোসেন (৩০) ও নাহিদ মাহমুদ সানি (৩২) নামের বিএনপি’র অঙ্গ সংগঠনের দুই নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে মেহেরপুর শহরের শেখপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অটককৃত তারেক হোসেন ওরফে কালু মেহেরপুর পৌর এলাকার ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নাহিদ মাহমুদ সানি জেলা ছাত্রদলের সহ-সভাপতি।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড শেখপাড়া পরিত্যাক্ত একটি চায়ের দোকানের সামনে বিএনপি’র ১০-১২ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে সরকার বিরোধী বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কেএম রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় তারেক ও নাহিদ নামে দুজন আটক হয়।

সন্ত্রাস দমন আইনে ছয়জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়