জাপা প্রার্থীর পরাজয় জিএম কাদেরের অযোগ্যতা

আগের সংবাদ

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি

পরের সংবাদ

নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ৯:৩৪ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মো. সালাম মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় মাছের আড়তের পাশের একটি পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। মো. সালাম মিয়া পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সাকুয়া বাজারের একটি মুদি দোকান থেকে মো. সালাম মিয়া রশি কেনেন ও রশি হাতে বাজারে কিছু সময় পার করেন। রাতে স্থানীয় লোকজন সালাম মিয়াকে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনা স্কুলে পৌঁছে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রহস্য খোলাসা হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়