৫০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

আগের সংবাদ

পতেঙ্গায় লাইটার জাহাজে আগুন

পরের সংবাদ

জুনিয়র হকিতে উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ১১:৪৫ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২৩ , ১২:২৯ পূর্বাহ্ণ

জুনিয়র এশিয়া কাপ হকিতে আগের দিন মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

শুক্রবার (২৬ মে) তৃতীয় ম্যাচে লাল সবুজ দল ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানকে হারিয়েছে ৩-১ গোলে। জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।

ওমানের সালালাহতে ‘বি’ গ্রুপে ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল বাংলাদেশ। গোল পেতে সময় লেগেছে যদিও। প্রথম দুটি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন সেই আমিরুল।

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। ৩৪ মিনিটে মোহাম্মদ জয়ের দারুণ পাসে ফাঁকায় দাঁড়িয়ে থেকে তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন।

তিন গোলে পিছিয়ে থেকে উজবেকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। তাতে ৫১ মিনিটে একটি গোল শোধও দিয়েছে তারা। আক্রমণ থেকে হুসানভ ফজিলবেগ স্কোরলাইন ৩-১ করেছেন। শেষ পর্যন্ত উজবেকরা আর পেরে উঠেনি। ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে রবিবার বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়