আ.লীগের হুমকি আমলে নিচ্ছে না বিএনপি

আগের সংবাদ

মেহেরপুরে ককটেলসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতা আটক

পরের সংবাদ

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়ি ভাঙচুর

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ৬:২০ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ৬:২০ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ি শহরজুড়ে থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার অভিযোগ, খাগড়াছড়িতে জেলা বিএনপির সমাবেশে যোগদান করতে আসার পথে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করে। হামলার ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন। পুলিশের উপস্থিতিতে এমন হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

পাল্টা অভিযোগ করে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই হামলা প্রতিহত করেছে।

হামলার ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়