ঝাড়ু হাতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আগের সংবাদ

জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক

পরের সংবাদ

ইউক্রেনের হাসপাতালে রকেট হামলা রাশিয়ার

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ৫:৩০ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ৫:৩১ অপরাহ্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলে ডিনিপ্রো শহরের একটি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছে ১৫ জন। ইউক্রেনের কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধারে কাজ চলছে। এই তৎপরতায় প্রয়োজনীয় সব দপ্তরই যুক্ত রয়েছে। খবর বিবিসির।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক শহরটিতে রকেট ও ড্রোন হামলার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এটি ছিল দুঃসহ একটি রাত। তীব্র আওয়াজে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে এ অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করে। হামলায় তিন ও ছয় বছর বয়সী দুজন শিশু আহতের তথ্য নিশ্চিত করেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষতিগ্রস্ত ক্লিনিকের ভবনের একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাচ্ছেন।

এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোঁড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ডিনিপ্রো ও খারকিভ শহরে আঘাত হানে। এর মধ্যে একটি তেল ডিপোতে আঘাত করে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়