নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

আগের সংবাদ

কল্যাণপুর জলাধারে হবে ইকোপার্ক, দূর হবে জলাবদ্ধতা

পরের সংবাদ

আসছে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ১২:৩৮ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ২:৫২ অপরাহ্ণ

ব্যাপক সাড়া ফেলেছিল রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি তুচ্চি, প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত সায়েন্স ফিকশন ড্রামা সিরিজ ‘সিটাডেল’। এবার ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ নির্মাণ হবে । এই সিরিজে জুটি হিসাবে দেখা যেতে পারে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুকে।

এখন পর্যন্ত জানা যাচ্ছে- বরুণ ও সামান্থার মধ্যে নাকি কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকছে না ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। শোনা যাচ্ছে, ভারতীয় ‘সিটাডেল’-এ সামান্থার চরিত্র নাকি প্রিয়াঙ্কার চরিত্র থেকে একেবারেই আলাদা। তাই প্রিয়াঙ্কাকে নকল করার কোনো প্রশ্নই ওঠে না এ ক্ষেত্রে।

তবে ভক্তদের দাবি- নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের যন্ত্রণা নাকি এখনও কাটিয়ে উঠতে পারেননি সামান্থা। তাই পর্দাতেও এই মুহূর্তে অন্য কোনো পুরুষের ঘনিষ্ঠ হতে চান না অভিনেত্রী।

লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের সময় সেখানে বরুণের সঙ্গে উপস্থিত ছিলেন সামান্থা। সেখানেও তাদের রসায়ন চোখ টেনেছিল ভক্তদের। তবে পর্দায় দুই তারকার মধ্যে সেই রসায়ন দেখতে পাবেন না, এ কথা জানতে পেরে বেশ হতাশ অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়