কয়েক দশক ধরে চলতে পারে ইউক্রেন যুদ্ধ

আগের সংবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশ

পরের সংবাদ

আফগানদের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত

প্রকাশিত: মে ২৬, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৩ , ৩:৩০ অপরাহ্ণ

আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি বাতিল করতে পারে ভারত এমনটাই গুঞ্জন ওঠেছে। কারণ ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের বিশ্রামের বিষয়টি সামনে চলে এসেছিল। তবে নতুন পরিকল্পনা নিয়ে সে সিদ্ধান্ত থেকে এবার সরে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় গণমাধ্যমের থেকে পাওয়া খবর, আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল নয়, দ্বিতীয় সারির দল খেলানোর কথা ভাবছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় তারা।

রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে একদম নবীন ও অনভিজ্ঞদের নিয়ে একটি দল গড়ার পরিকল্পনা বিসিসিআইয়ের। যাতে সুযোগ মিলতে পারে আইপিএলের পারফরমারদের।

২০-৩০ জুন আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা । বিসিসিআই চাইছে এই সিরিজকে হয় ছোট করতে না হয় টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ খেলাতে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া।

আইপিএলের ফাইনালে ভারতে আসছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ। এই সময়েই সিরিজ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়