গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
নৌকার প্রার্থীর জয়ের ব্যাপারে দলের নেতাকর্মীরা অতি আত্মবিশ্বাসী হওয়ার কারণেই এমন পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার (২৬ মে) গাজীপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কারণে তার মা জায়েদা খাতুনকে গুরুত্ব সহকারে নেয়া হয়নি। আমাদের দলের নেতাকর্মীরা অতি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হওয়ার কারণে যেভাবে গুরুত্ব সহকারে মাঠে কাজ করার দরকার ছিল, সেভাবে কাজ করেননি। এখানে একটা শৈথিল্যভাব ছিল।
তিনি আরো বলেন, আরেকটা বিষয় হলো, আওয়ামীবিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর দলের মধ্যে একটা অংশ তো বিরুদ্ধে ছিলই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।