×

মুক্তচিন্তা

শিক্ষকের জীবনমান উন্নয়নে নজর দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১২:২৯ এএম

শিক্ষক শব্দটি শুনলেই শ্রদ্ধা এবং ভক্তিতে মাথা নুইয়ে আসে। শিক্ষকদের অবদানেই আজ আমি অ, আ, ক, খ মিলিয়ে কত সুন্দর করে শব্দ এবং বাক্য তৈরি করতে পারছি। শিক্ষকরাই জ্ঞানের ফেরিওয়ালা এবং একটি জাতির মূল চালিকাশক্তি। পুরো শিক্ষক সমাজকে সশ্রদ্ধ চিত্তে হাজার কোটি সালাম। আমরা কেউই শিক্ষক ছাড়া শিক্ষিত হতে পারিনি। আমাদের পরবর্তী প্রজন্মও পারবে না। কিন্তু এই আমরা, সেই শিক্ষকরা কেমন আছে সেটা দেখার কি প্রয়োজনীয়তা অনুভব করেছি? হয়তো যথাযথভাবে করিনি। বাস্তবতা হচ্ছে আমরা ভালো ফল চাইব, কিন্তু গাছের যথাযথ পরিচর্যা করব না, তা হলে ভালো ফল আশা করা যায় কি? আমরা যাদের মাধ্যমে জ্ঞানার্জন করে আজ দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, ডিজি ইত্যাদি ইত্যাদি হচ্ছি। আমরা কি শিক্ষকদের সেই অবদান অস্বীকার করতে পারব? না পারব না। পুরো জাতিকে জ্ঞান বিলিয়ে দেয়া শিক্ষকদের জীবনমান উন্নত করার নৈতিক দায়িত্ব আমাদের। শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে সম্মানের সঙ্গে সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে চান মাত্র। আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে ভালো মানের শিক্ষক খুঁজে বেড়াই, ভালোমানের শিক্ষাঙ্গন খুঁজি। এর মানে হচ্ছে পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়তে হলেও একমাত্র পন্থা শিক্ষা। অতএব রাষ্ট্রকে দেশের শিক্ষক সমাজ এবং শিক্ষাব্যবস্থা নিয়ে অবিলম্বে ভাবতে হবে। আসুন, শিক্ষকদের জীবনমান উন্নত করতে সামাজিক মর্যাদা বৃদ্ধিপূর্বক একটি সুন্দর সমাজ এবং স্মার্ট রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখি।

মো. জামিল বাসার : শিক্ষক, ধনবাড়ী, টাঙ্গাইল। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App