×

সারাদেশ

ইভিএমে ধীরগতির অভিযোগ, দুই বুথে দুই ঘন্টায় ৫০ ভোট কাস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১১:১৮ এএম

ইভিএমে ধীরগতির অভিযোগ, দুই বুথে দুই ঘন্টায় ৫০ ভোট কাস্ট

ছবি: ভোরের কাগজ

ইভিএমে ধীরগতির অভিযোগ, দুই বুথে দুই ঘন্টায় ৫০ ভোট কাস্ট

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ইভিএমে ভোটে ধীরগতির অভিযোগ করেছেন ভোটাররা। ভোটারদের দাবি, ৫ থেকে ১০ মিনিট পর একজন ভোটার ভোট দিতে পারছেন। এরকম ধীরগতি চলতে থাকলে যে পরিমাণ ভোটার উপস্থিতি, তাতে নির্ধারিত সময় চারটার মধ্যে দাঁড়ানো ভোটাররা ভোট দিতে পারবেন না।

এই কেন্দ্রে আটটি বুথের মধ্যে দুটিতে প্রথম দুই ঘণ্টায় ৫০টি ভোট পড়েছে। ১ নম্বর বুথে ভোট পড়েছে ২৯টি আর ২ নম্বর বুথে পড়েছে ২১টি। দুই বুথে ৩১৫ জন করে নির্ধারিত ৬৩০ ভোটার রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্রে  ৮টা ৫ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। এই কেন্দ্রে আটটি বুথের মোট নির্ধারিত ভোটার দুই হাজার ৫১৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App