নেত্রকোণায় উপ-নির্বাচনে সংঘর্ষ, আহত ১৫

আগের সংবাদ

বিএনপি নেতা চাঁদ পাঁচদিনের রিমান্ডে

পরের সংবাদ

সাকিব না থাকায় বাকিদের দায়িত্ব বাড়বে : বাশার

প্রকাশিত: মে ২৫, ২০২৩ , ৬:৪৫ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৩ , ৬:৪৫ অপরাহ্ণ

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই দফায় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৪ থেকে ১৮ জুন হতে চলা একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে প্রথম দফায়। ইনজুরির কারণে ওই টেস্ট খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান। তা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব বাড়বে।

আফগানদের বিপক্ষে সাকিবের না থাকা নিয়ে এই নির্বাচক বলেন, যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দল দুইটা বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক রিচ। আমাদের যে রকম দরকার, দল অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। তো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।

টিএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়