রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈঠক বসেছেন। রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় ওই বৈঠক হচ্ছে।
সকাল বেলা ১১টা ৫০ মিনিটে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকটি শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত।
বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় পার্টির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মেজর রানা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।