আইন ও সংবিধানের নিয়মে দেশ চলবে

আগের সংবাদ

নেত্রকোণার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

পরের সংবাদ

মার্কিন ভিসানীতির বিষয়ে মন্তব্য করতে নারাজ ইসি আলমগীর

প্রকাশিত: মে ২৫, ২০২৩ , ১২:২৩ অপরাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জড়িতদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো মন্তব্য করার নেই বলে জানিয়েছেন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অবস্থানের বিষয়ে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। এর আগে বুধবার (২৪ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যে বাধা সৃষ্টি করবে, তাদের ভিসার না দেয়ার সিদ্ধান্ত এসেছে।

বিষয়টি নিয়ে মতামত জানতে চাইলে মো. আলমগীর বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ এগুলো হলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এজন্য যা করা দরকার সবই করব। এখন কে বাঁধা দিয়েছে তা কমিশনের অংশ না। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারে সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে বা কী হবে তা তারা বলতে পারবে। আমার কিছু বলার নাই।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়