প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদের চাঁদের বিরুদ্ধে নোয়াখালীতে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি সম্পাদক ফজলে রাব্বি রবনা বাদী হয়ে নোয়াখালী সদর আমলি আদালতে মামলাটি করেন। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ তারিখে স্বশরীরে আসামীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ধন্ডবিধি আইনের ৫০০/৫০৬ এর (২) ধারায় আদালতে মামলা হয়েছে।
মামলার এজাহার ও বাদী ফজলে রাব্বি রবনার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৯ মে বিকেলে পুঠিয়ায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হত্যার হুমকি দেয়। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি বিষয়টি মেনে না নিতে পেরে সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেছি। আমি অবিলম্বে তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।