রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলার চার্জগঠন পিছিয়ে আগামী ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) মামলার চার্জগঠন শুনানির দিন ছিল। তবে আসামিরা আইনজীবী নিয়োগ করবে বলে সময় চান। তাই ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ এর বিচারক কুদরত-এ-ইলাহী আগামী ২১ জুন পরবর্তী দিন ধার্য করেন।
এরআগে, ২০২২ সালের ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল নিহত হন। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
পরে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মো. রায়হান ওরফে সোহেল আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান খান হৃদয়, সোলায়মান ও রিপন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।