জাতীয় কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা

আগের সংবাদ

বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

পরের সংবাদ

গাজীপুর সিটি ভোটে সিসি ক্যামেরা পর্যবেক্ষণে সিইসি

প্রকাশিত: মে ২৫, ২০২৩ , ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: মে ২৫, ২০২৩ , ১:২৭ অপরাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশন ভোটের সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজ পর্যবেক্ষণ করছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনার ও ইসি সচিব।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ টা থেকে ইভিএম গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিটি ভোট সুষ্ঠু করতে মরিয়া ইসি। এ সিটির ৪৮০টি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় এনেছে, যার মধ্যে ৩৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যা নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে ।

প্রয়োজনে কোন অনিয়ম বা কেন্দ্রের ভিতর অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে, ব্যক্তি প্রবেশ করলে প্রিজাইডিং কর্মকর্তাকে সতর্ক করা হচ্ছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিট্রেটকে বিষয়টি তাৎক্ষণিক ভাবে সমাধানের নির্দেশনা দিচ্ছেন সিইসি। প্রতি দু’ঘন্টা অন্তর সাংবাদিকদের কাছে সিসি টিভিতে কোন অনিয়ম পাওয়া গেলে তা বলা হবে বলেও ইসির সহকারী পরিচালক জনসংযোগ জানান।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়