গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন ইসি।
বৃহষ্পতিবার (২৫ মে) গসিক নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ কথা বলেন ইসি মো. আলমগীর।
তিনি বলেন, আমরা প্রায় সাড়ে চারশ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করেছি। তাছা রিটার্নিং কর্মকর্তা ও মিডিয়ার কাছ থেকে খবর নিয়েছি, সবাই বলেছে নির্বাচন সুষ্টু হয়েছে। প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করছেন।
ইসি আলমগীর আরো বলেন, গসিক ভোটে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে আমাদের ধারনা। ভোট সুষ্ঠু না হলে ইউএস এর ভিসা না দেবার বিষয়ে তিনি জানান, এটা রাষ্ট্রের বিষয়, এটাতে ইসির কিছু মন্তব্য করার নেই। আমরা আগামীতেও এ ধরনের সুষ্ঠু নির্বাচন করে যাবো। এ নির্বাচনে কোন সহিংসতার ঘটনা নেই, ইসির জানামতে অনিয়মের কারণে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।