×

সারাদেশ

বরিশালে ঐক্যের ডাক আওয়ামী লীগের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:৩০ এএম

বরিশালে ঐক্যের ডাক আওয়ামী লীগের

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার-প্রচারণা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা। কে হচ্ছেন পরবর্তী নগরপিতা- এমন আলোচনাই বেশি। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের ঘিরেই সবর নির্বাচনী মাঠ।

এদিকে আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় তাদের ভোট ভাগ হয়ে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এক্ষেত্রে জাতীয় পার্টি জয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন দলটির নেতাকর্মী। অবশ্য বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশালে তাদের চাপা ভোটে জয়ী হতে পারেন স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন- এমনটিও বলছেন কেউ কেউ।

তবে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গত ৫ বছরে নগরীর ৩০টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের অবস্থান শক্ত-পোক্ত করেছেন। এছাড়া আগামী ২৬ মে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দক্ষিণ বাংলা আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর দিকনির্দেশনায় অভ্যন্তরীণ সব দ্বন্দ্বের অবসান হবে বলে আশা করছেন স্থানীয় নেতারা। সে ক্ষেত্রে একজোট হয়ে মাঠে নামলে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে দাবি দলীয় নেতাকর্মীর।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে নগরীর পাড়া-মহল্লা, চায়ের স্টলে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গুঞ্জন চলছে- কে হচ্ছেন মেয়র, আর কে হচ্ছেন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর। চলছে প্রচার-প্রচারণা, ঘরোয়া বৈঠক ও মতবিনিময়। আগামী ২৬ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরই মূলত আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। এরই মধ্যে প্রার্থীরা নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন।

এক্ষেত্রে অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ এগিয়ে। নগরীর প্রায় সব ওয়ার্ডেই তাদের নির্বাচনী কার্যালয় স্থাপন হয়েছে। প্রতিদিন সন্ধ্যা হলেই নৌকার অফিসে নেতাকর্মীর সরব উপস্থিতি দেখা যায়। পিছিয়ে নেই জাতীয় পার্টিও। একাধিক ওয়ার্ডে তাদেরও নির্বাচনী কার্যালয় স্থাপন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের কোনো কার্যালয় এখনো দেখা যায়নি। তবে দলের তারা জানিয়েছেন, প্রস্তুতি রয়েছে তাদেরও। প্রতীক বরাদ্দের পরপরই তারা নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।

এদিকে নৌকার বিজয়ের লক্ষ্যে এরই মধ্যে নেতাকর্মীকে ঐক্যের ডাক দিয়েছেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক বিসিসি নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রীয় কমিটির প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ। এ উপলক্ষে আগামী ২৬ মে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। নেতাকর্মীকে দেয়া হবে দিকনির্দেশনা। এতে নেতাকর্মীর মাঝে থাকা বিরোধের নিরসন হবে- এমন দাবি করছেন স্থানীয় নেতারা।

নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট কেবিএস আহমেদ কবির বলেন, আমরা ২৬ মের বিশেষ বর্ধিত সভার দিকে তাকিয়ে আছি। আশা করছি ওই সভায় কেন্দ্রীয় নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাবেন। এর মাধ্যমে নেতাকর্মীর মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল তা দূর হবে। আর নৌকার বিজয় হবে সুনিশ্চিত।

এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বয় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত রবিবার বিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবার পারস্পরিক সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়। এছাড়া জনসাধারণ যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে সভায় উপস্থিত সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App