×

বিনোদন

এবার ক্ষমা চাইলেন নোবেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৬:৩৮ পিএম

এবার ক্ষমা চাইলেন নোবেল

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানার প্রতারণা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী সাফায়েত ইসলাম বিচারককে বলেন, আমি টাকা ফেরত পেয়েছি। নোবেল জামিন পেলে আমার আপত্তি নেই। তখন বিচারক ১০ হাজার টাকা মুচলেখায় পুলিশ প্রতিবেদন না হয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

হাজতখানা থেকে মুক্তি পেয়ে নোবেল বলেন, উত্তরবঙ্গের প্রোগ্রাম নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম সেখানে গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম করে দিয়ে আসবো আমি। যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। গত শনিবার নোবেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। সম্প্রতি একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার দেখানো হয় তাকে। ফলে একদিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে নোবেলকে আদালতে হাজির করে পুলিশ। তারপর বাদীর সঙ্গে আপস করে টাকা বুঝিয়ে দেয়া হয় নোবেলের পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App