মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপি মহাসচিব

আগের সংবাদ

গুয়েতেমালাকে উড়িয়ে আর্জেন্টিনার জয়

পরের সংবাদ

নেত্রকোণায় লরি উল্টে চালক নিহত

প্রকাশিত: মে ২৪, ২০২৩ , ১:০৪ অপরাহ্ণ আপডেট: মে ২৪, ২০২৩ , ১:০৫ অপরাহ্ণ

নেত্রকোণা জেলার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে নিহত হয়েছেন চালক। নিহত ইয়াছিন মিয়া (১৭) কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।

বুধবার (২৪ মে) সকাল সাড়ে ৬ টার দিকে কলমাকান্দার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ি থেকে ভোরে লরি নিয়ে বের হন ইয়াছিন মিয়া। পথে হরিপুর নামক গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় লরি উদ্ধার করে। এ ঘটনায় লরিটির চালক ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়