সৌদিতে নিহত বাবুর বাড়িতে আর্তনাদ

আগের সংবাদ

অবকাঠামো নেই, তবু চাল ক্রয়ের বরাদ্দ পেলেন আ.লীগ নেতা

পরের সংবাদ

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: উত্তীর্ণ ৫৬ শতাংশ

প্রকাশিত: মে ২৪, ২০২৩ , ১০:৩২ পূর্বাহ্ণ আপডেট: মে ২৪, ২০২৩ , ১০:৩২ পূর্বাহ্ণ

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৬.৩২ শতাংশ উত্তীর্ণ এবং পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ।

মঙ্গলবার (২৩ মে) রাত ৯টায় ফলাফল প্রকাশ করা হয় বলে জানান শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম।

তিনি বলেন, রাতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৫৬.৩২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জামতে পারবে।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ৯৪ হাজার ৬শ’ ৪১জন পরীক্ষায় অংশ নেয়। তাতে উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২শ’ ৯৬ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৩শ’ ৩৮ জন। পাশের হার ছিল ৫৬.৩২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৯০ নম্বরের ওপরে পেয়েছেন ২ জন, ৮০ নম্বরের ওপরে ১০৩ জন, ৭৫ নম্বরের ওপরে ৩৪৫ জন, ৭০ নম্বরের ওপরে ৯৯১, ৬৫ নম্বরের ওপরে ২৩৩৩, ৬০ নম্বরের ওপরে ৪৮৪১, ৫৫ নম্বরের ওপরে ৮৯৮৫, ৫০ নম্বরের ওপরে ১৪৯৭০, ৪৫ নম্বরের ওপরে ২২৫৮৩, ৪০ নম্বরের ওপরে ৩১৭৩৬, ৩৫ নম্বরের ওপরে ৪২০৪৫, ৩০ নম্বরের ওপরে ৫৩২৯৬ এবং ৩০ নম্বরের নিচে ৪১৩৩৮ জন। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৩ দশমিক ২৫।

এদিকে গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। এই ইউনিটে (মানবিক) প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়