×

সারাদেশ

সুনামগঞ্জে ভারতীয় চিনি-শাড়িসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৪:৫৯ পিএম

সুনামগঞ্জে ভারতীয় চিনি-শাড়িসহ গ্রেপ্তার ২

ছবি: মো. সাজ্জাদ হোসেন শাহ্, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় প্রায় সাড়ে তিন হাজার কেজি চিনি ও ৬৮ পিস শাড়ীসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার মৃত আবুল হোসেন খানের ছেলে আলাল হোসেন খান ৪৩ ও একই গ্রামের জামাল হোসেন খানের ছেলে হোসেন খান (২৩)।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের আলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬৮ বস্তায় মোট ৩ হাজার ৪০০ চারশত কেজি ভারতীয় চিনি এবং ৬৮ (আটষট্টি) পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App