×

খেলা

দুঃসংবাদের পর বড় হার জুভেন্টাসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১০:২৯ এএম

দুঃসংবাদের পর বড় হার জুভেন্টাসের

ছবি: এএফপি

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না জুভেন্টাসের। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কেটে নেয়া হয়েছে ক্লাবটির। ফলে সিরিআর পয়েন্ট তালিকায় দুই থেকে একদম সাতে নেমে গেছে ক্লাবটি। এমন দুঃসংবাদের মধ্যে নিজেদের মেলে ধরতে পারলেন না লুকাতেল্লি-র্যাবিওট-ভ্লাহোভিচরা।

নিচের সারির দল এম্পোলির মাঠে খেলতে গিয়ে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তুরিনের ক্লাবটি।

সবমিলে টেবিলের দু’নম্বর থেকে সাতে নেমে গেছে তুরিনের ওল্ড লেডি। শঙ্কায় আগামী মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ভুয়া আর্থিক লেনদেন, পর্যবেক্ষক সংস্থার কাজে বাধা প্রধানসহ একাধিক অভিযোগে গেলো জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে গেলো মাসে সে সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত।

বিষয়টি নিষ্পত্তি করতে ফেডারেশনের আপিল কোর্টকেও নির্দেশ দেয় আদালত। সোমবার তিন ঘণ্টার শুনানিতে জুভেন্টাসের ১১ পয়েন্ট কেটে নেয়ার আবেদন করেন সরকারি আইনজীবী। শেষ পর্যন্ত দশ পয়েন্ট কেটে নেয়ার রায় দেয়া হয়।

ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) দেশের ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) আপিল আদালতকে বলেছেন, জুভেন্টাসের কয়েকজন কর্মকর্তাকে দেয়া শাস্তি পুনর্বিবেচনা করতে। অতীত ও বর্তমান মিলিয়ে এর আগে জুভেন্টাসের ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই শাস্তি বহাল রেখেছেন এফআইজিসির আপিল আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App