×

অর্থনীতি

ডিজিটাল ট্রান্সফরমেশন সম্মেলনের আয়োজন এবিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৮:২৩ পিএম

ডিজিটাল ট্রান্সফরমেশন সম্মেলনের আয়োজন এবিবির

‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করছে দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। দুইদিনব্যাপী সামিটে দেশের ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর যাত্রা বিশ্লেষণের লক্ষ্যে, বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৫০ জন অংশগ্রহণকারী সম্মেলনে যোগদান করবেন।

‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্মেলনের লক্ষ্য হলো বাংলাদেশে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বৃদ্ধির মূল প্রভাবকগুলোর ওপর আলোকপাত করা। ব্যাংকগুলোর বর্তমানে ব্যাংকিং খাতের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মেলানোর পরিকল্পনা বিশ্লেষণ করে, ইন্ডাস্ট্রির অন্তর্বর্তী মূল্যবান তথ্য উপস্থাপন করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। এছাড়া, বর্তমানে যেসব নীতি ও নিয়ন্ত্রক কাঠামো ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে ভূমিকা রাখে, সেগুলো পর্যালোচনা করা হবে এই সম্মেলনে। সম্মেলনটি শীর্ষস্থানীয় ও প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের এগিয়ে যাওয়া ও একই লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার জন্য পরামর্শ দেবে।

এবিবির চেয়ার সেলিম আরএফ হোসেন বলেন, এবিবির ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট বাংলাদেশে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বৃদ্ধির মূল প্রভাবকসমূহ সম্পর্কে মূল্যবান মার্কেট ইনসাইট প্রদান করবে৷ এতে ব্যাংকগুলো যেসব কৌশল ব্যবহার করতে পারে সেগুলো সম্পর্কে বিশ্লেষণ করা হবে। ব্যাংকিং খাতের দ্রুত ডিজিটাল রূপান্তরের জন্য ও বিদ্যমান নীতি ও নিয়ন্ত্রক কাঠামোগুলো অন্বেষণ করা হবে যা ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করে। সেই সঙ্গে সম্মেলনটি শীর্ষস্থানীয় ও প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং নীতিনির্ধারকদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেবে। একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গির নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম তৈরি করতে পারে, যা সব স্টেকহোল্ডারদের জন্য উপকারী হবে।

কনফারেন্সটিতে ব্যাংকিং সেক্টরে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব অনুধাবনকারী সম্মানিত স্পন্সরদের কাছ থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ইভেন্টের প্ল্যাটিনাম স্পন্সর হুয়াওয়ে, পাওয়ার্ড বাই স্মার্ট। গোল্ড স্পন্সরগুলোর মধ্যে আছে ওরাকল, পাওয়ার্ড বাই রেডিংটন গ্রুপ ও আইবিএম, পাওয়ার্ড বাই থাকরাল ও লেন্ট্রা। সিলভার স্পন্সর হল মাস্টারকার্ড, ডকুওয়্যার পাওয়ার্ড বাই অরোজেনিক, আইটি কনসালটেন্ট লিমিটেড, পেলজিক ও মোডফিন পাওয়ার্ড বাই থাকরাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App