×

বিনোদন

কোরিয়ায় ‘দৃশ্যমের’ রিমেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:১০ পিএম

কোরিয়ায় ‘দৃশ্যমের’ রিমেক

ফাইল ছবি

কোরিয়ায় ‘দৃশ্যমের’ রিমেক
ভিন্নভাবে ধরা দিল দৃশ্যম। মালয়ালম ও হিন্দির পর ব্যবসাসফল সিনেমাটি এবার কোরিয়ান ভাষায় নির্মিত হতে যাচ্ছে। আর তাহলে এটাই হবে কোনো ভারতীয় সিনেমার প্রথম কোরিয়ান রিমেক। নতুন কিছু সিনেমা বানাতে একসঙ্গে কাজে নেমেছে ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিও ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিও। অংশীদারত্বের সেই কর্মযজ্ঞে প্রথমেই হাত দেয়া হচ্ছে ‘দৃশ্যম’ সিনেমার কাজে। আর সিনেমার কোরিয়ান রিমেক করার ঘোষণাটি আসে রবিবার কান চলচ্চিত্র উৎসব থেকে। কোরিয়ান ভাষায় তৈরি হতে যাওয়া দৃশ্যম সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি উন। প্রধান ভূমিকায় ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং-কাং-হো অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App