গাজীপুরে মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

আগের সংবাদ

মুক্তি পেলেন হেফাজতের শীর্ষ নেতা মুফতি হারুন

পরের সংবাদ

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজও এডিট করা যাবে

প্রকাশিত: মে ২৩, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ আপডেট: মে ২৩, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মেটা গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে নতুন ফিচার বাজারে নিয়ে এসেছে। এর ফলে কাউকে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যেই সেটা এডিটের সুযোগ রাখা হয়েছে।

সম্প্রতি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন।

হোয়াটসঅ্যাপ মেটার একটি মেসেজিং অ্যাপ। এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছেন, কোনো ব্যবহারকারী মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট বা পরিবর্তন করতে পারবেন।

এই সুবিধাটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী এটি পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচার

হোয়াটসঅ্যাপে যেকোনো মেসেজ পাঠানোর পর যেটি আপনি এডিট করতে চাইছেন তার ওপর চাপ দিয়ে ধরুন।
এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে চাপ দিলে ম্যাসেজটি এডিট করা যাবে।

মেসেজটি সংশোধন করতে আপনাকে প্রথমে পাঠানো ম্যাসেজটির ওপর চাপ দিয়ে ধরতে হবে এবং এডিট অপশনটি বাছাই করতে হবে। এডিট করার পর মেসেজটির পাশে এডিটেড নামে একটি ট্যাগ থাকবে।

তবে এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘আমরা আনন্দিত যে, আপনি এখন আপনার চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন, যেমন ভুল বানান সংশোধন করা বা কোনো বার্তায় আরও প্রসঙ্গ যুক্ত করা।’

এতদিন ভুল বার্তা গেলে বার্তা প্রেরককে সেই বার্তাটি পুরোপুরি মুছে ফেলতে হতো কিংবা আরেকটি নতুন বার্তা লিখতে হতো।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপে অনেকদিন ধরেই বার্তা সংশোধনের সুযোগ আছে। অ্যাপলও আইওএস১৬ এ আইমেসেজ সংশোধনের সুযোগ রেখেছে। এমনকি টুইটারও গত বছর পেইড ইউজারদের জন্য বার্তা সংশোধনের সুযোগ চালু করেছে। তবে টেলিগ্রামে ৪৮ ঘণ্টার মধ্যে বার্তা সংশোধনের সুযোগ থাকলেও হোয়াটসঅ্যাপে মাত্র ১৫ মিনিট রাখা হয়েছে। তারপরও একেবারে সুযোগ না থাকার চেয়ে কিছুটা সুযোগ পাওয়ায় অনেক ব্যবহারকারীই খুশি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়