শরীরের গন্ধ চিনে কামড়ায় মশা

আগের সংবাদ

৪ বছর প্রেমের পর বেজোস-সানচেজের বাগদান

পরের সংবাদ

মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মে ২৩, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ আপডেট: মে ২৩, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ

নেত্রকোনার মদনে জয়নাল আবেদীন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন মঙ্গলবার (২৩ মে) সকালে বাড়ির সামনের বিলে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত ঘটে। এতে জয়নাল আবেদিন আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া জানান, মঙ্গলবার সকালে বজ্রপাতে জয়নাল আবেদিন নামে এক কৃষক মারা গেছেন। এমন খবর পেয়ে আমি তার গ্রামের বাড়ি যাই এবং পরিবারের খোঁজ খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদেরকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়