আলফাডাঙ্গায় শিশু ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আগের সংবাদ

শরীরের গন্ধ চিনে কামড়ায় মশা

পরের সংবাদ

বেঙ্গালুরু অধিনায়কের বিস্ফোরক মন্তব্য

প্লে-অফে যাওয়ার যোগ্য ছিলাম না আমরা

প্রকাশিত: মে ২৩, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ আপডেট: মে ২৩, ২০২৩ , ৩:২৭ অপরাহ্ণ

তিনি নিজে আছেন। দলে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মোহাম্মদ সিরাজের মতো বড় বড় নাম। তারপরও এই মৌসুমের দলটা ভালো ছিল না বলে দাবি করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এই দল প্লে-অফে যাওয়ার যোগ্যই ছিল না, বাদ পড়ার পর এমন মন্তব্য করেছেন তিনি।

আইপিএলের ১৬তম মৌসুমের খেলা প্রায় শেষের পথে। এরইমধ্যে প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে ১৬টি মৌসুমের পরেও আইপিএলের ট্রফি জয়ের স্বাদ পেল না তারা। এমন ব্যর্থতার মাঝেই বিস্ফোরক তাদের অধিনায়ক ডু প্লেসি। তার স্পষ্ট বক্তব্য, এই বছরের আইপিএলে তাদের দল অন্যতম সেরা দল ছিল না। আর সেই কারণেই নাকি প্লে-অফে যাওয়া হয়নি। গুজরাট টাইটান্সের কাছে হারের পরে বেঙ্গালুরুর পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই একেবারে সরাসরি ডু প্লেসি মেনে নিয়েছেন, তারা প্লে-অফে ওঠার যোগ্য ছিলেন না।

ভিডিওতে ডু প্লেসি বলেন, ‘আমরা সত্যি বলতে বেশ ভাগ্যবান ছিলাম। ভাগ্যবান ছিলাম বলছি এই কারণে যে, এই বছর আমাদের দলের বেশ কিছু ক্রিকেটার ভালো পারফরম্যান্স করেছে। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলগতভাবে আমি বলতে পারি, পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি।’

এরপরই বিস্ফোরক মন্তব্যটা করেন বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, ‘সত্যি বলতে প্লে-অফে যাওয়ার যোগ্য ছিলাম না আমরা। এই বছরে আমাদের দল অন্যতম ভালো দল মোটেও ছিল না।’

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়