পদোন্নতি পেলেন জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান

আগের সংবাদ

কানে যাওয়ার ভিসা পেলেন না জায়েদ খান

পরের সংবাদ

ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ’র ক্রীড়া উৎসব-২০২৩

পুরুষ আর্চারিতে সেরা রুমেল, রানার আপ চঞ্চল

প্রকাশিত: মে ২৩, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ আপডেট: মে ২৩, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩।’

মঙ্গলবার (২৩ মে) এই প্রতিযোগিতার পুরুষ সদস্যদের আর্চারি ইভেন্ট সম্পন্ন হয়েছে।

আর্চারিতে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকন্ঠের রুমেল খান। তিনটি তীর ছুঁড়ে মোট ১৯ স্কোর পয়েন্ট সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় হয়েছেন দৈনিক কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল। আর তৃতীয় হয়েছেন দৈনিক স্পষ্টবাদীর মজিবুর রহমান। তিনটি করে তীর ছুঁড়ে মাহমুদুন্নবী চঞ্চল ও মজিবুর রহমান দু’জনেই সমান ৯ স্কোর পয়েন্ট সংগ্রহ করেন। ফলে টাই-ব্রেকিংয়ে অতিরিক্ত একটি করে তীর ছুড়ে ৩ পয়েন্ট অর্জন করে মাহমুদুন্নবী চঞ্চল দ্বিতীয় হন। আর চতুর্থ তীরটি মিস করেন মজিবুর রহমান।

এর আগে, রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অনুশীলন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্টেডিয়ামের প্রশাসক মো. মশিউর রহমান। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং মজিবুর রহমানসহ আর্চারি ইভেন্টে অংশগ্রহণকারী সদস্যরা।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়