ভিন্নভাবে ধরা দিল দৃশ্যম। মালয়ালম ও হিন্দির পর ব্যবসাসফল সিনেমাটি এবার কোরিয়ান ভাষায় নির্মিত হতে যাচ্ছে। আর তাহলে এটাই হবে কোনো ভারতীয় সিনেমার প্রথম কোরিয়ান রিমেক।
নতুন কিছু সিনেমা বানাতে একসঙ্গে কাজে নেমেছে ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিও ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিও।
অংশীদারত্বের সেই কর্মযজ্ঞে প্রথমেই হাত দেয়া হচ্ছে ‘দৃশ্যম’ সিনেমার কাজে। আর সিনেমার কোরিয়ান রিমেক করার ঘোষণাটি আসে রবিবার কান চলচ্চিত্র উৎসব থেকে। কোরিয়ান ভাষায় তৈরি হতে যাওয়া দৃশ্যম সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি উন।
প্রধান ভূমিকায় ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং-কাং-হো অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।