×

সারাদেশ

শেখ হাসিনা অধীনেই নির্বাচন হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ১২:১৩ পিএম

শেখ হাসিনা অধীনেই নির্বাচন হবে

ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো নেতৃত্বে আগামীতে আর কোনো নির্বাচন হবে না।

রবিবার (২১ মে) বিকেলে যশোরের ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় শহিদুল ইসলাম মিলন বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচন আসলেই তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে ক্ষমতায় আসতে চায়। বিএনপি হাওয়া ভবন তৈরি করেছিল, ড্যান্ডি ডাইং মিল তৈরি করেছিল, কোটি কোটি ডলার ইংল্যান্ডে পাচার করেছিল, বিদ্যুতের নামে খাম্বা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছিল।

কপোতাক্ষ ব্রিজের পূর্বপাশ সংলগ্ন বাসস্ট্যান্ডে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।

তিনি বলেন, একজন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিল বলেই আজকে ঝিকরগাছার ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ, গ্রামে গ্রামে শতভাগ রাস্তা। বঙ্গবন্ধুকে হত্যার পরে সাড়ে ৪৮ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের নাম জিয়া, এরশাদ, খালেদা জিয়া। তাদের নাম চারদলীয় ঐক্যজোট। আমি আপনাদের সাক্ষী রেখে বলব এরা সাড়ে ২৮ বছর ক্ষমতায় থাকলেও ঝিকরগাছায় কোন উন্নয়ন করেনি। আর আওয়ামী লীগ সরকার সাড়ে ১৯ বছরের ক্ষমতায় ঝিকরগাছাসহ সারাদেশে অভূতপূর্ণ উন্নয়ন করেছে।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। বক্তব্য রাখেন- সাবেক ফিল্ড কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক বাবু দুলাল অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আমানুল কাদের টূল্লু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজান বরুণ, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমীর হোসেন, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হেলাল উদ্দিন, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার মোড়ল, হাজিরবার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর, নিমাই চন্দ্র ঘোষ প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App