×

সারাদেশ

জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে পুলিশের বিচার করার ক্ষমতা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৬:২২ পিএম

জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে পুলিশের বিচার করার ক্ষমতা নেই

ছবি: ভোরের কাগজ

মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, থানার ওসিকে জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার কোন ক্ষমতা দেওয়া হয়নি।

সোমবার (২২ মে) সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলা ভূম অফিস প্রাঙ্গণে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম আরো বলেন, কোন জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে থানার ওসিরা যাবেন না। কেননা থানা পুলিশের কাজ শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখা। জমির মালিকানা নিয়ে সমস্যা, আপনি দেওয়ানী আদালতে যাবেন। জমি ফিরে পেতে থানা পুলিশের কাছে যাওয়ার কোন প্রয়োজন নাই। আমাদের ভূমি আইনটি যদি পার্লামেন্টে পাশ হয়, আমাদের এই দেশের মানুষ অনেক ধরনের উপকৃত হবে। ভূমি সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আর ডি সি রনি খাতুন, সরকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App