সন্ত্রাস বিরোধী আইনে মামলা, হাইকোর্টকে জানালেন রাষ্ট্রপক্ষ

আগের সংবাদ

৪ দিনে ১১৮ কিলোমিটার রাস্তা তৈরি ভারতে!

পরের সংবাদ

জসিম আজাদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: মে ২২, ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ আপডেট: মে ২২, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র সহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএন। এসময় ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৯ এর ব্লক-আই/২ এর সাব-মাঝি ইমাম হোসেন এর বসতঘরের সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন ৮-এবিপিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

জানা গেছে, ৮-এপিবিএন সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ক্যাম্প-৯ ব্লক-আই/২ এর বাসিন্দা আমির মুল্লুকের ছেলে রহমত করিম (১৮) নামে এফডিএমএন সদস্যকে আটক করে।

আটক ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান, ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়