আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরসহ আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার (২২ মে) সাড়ে ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসবাবপত্র ভাংচুরসহ আগুন দেয় তারা।
স্থানীয়রা জানান, আওযামী লীগ দলীয় শ্লোগান দিয়ে কিছু নেতাকর্মী বিএনপি অফিসের তালা ভেঙ্গে আসবাপত্র বের করে কার্যালয়ের সামনে আগুন দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। একই সময় সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ছোটবাজারের দলীয় কার্যালয় থেকে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, ভজন সরকারসহ অন্যরা। মিছিলে আওযামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়াও জেলা বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের পক্ষ থেকে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে নেতারা হত্যার হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।