বিএসএফের গুলিতে পাথর শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা তা জানি না

পরের সংবাদ

আলফাডাঙ্গায় ভূমি সপ্তাহ পালিত

প্রকাশিত: মে ২২, ২০২৩ , ১০:৪৫ পূর্বাহ্ণ আপডেট: মে ২২, ২০২৩ , ৪:০৩ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে “স্মাট ভূমিসেবায় আপনাকে স্বাগতম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।

সোমবার (২২ মে) সকালে ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলা সভাকক্ষে সমবেত হয়।

এরপর সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের সভাপতিত্বে এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,উপজেলা চেয়ারম্যান এ কেএম জাহিদুল হাসান জাহিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আপনারা ভূমিষেবা গ্রহণ করুন। ভূমির প্রকৃত মালিক হউন। ভূমি সেবা পেতে সরাসরি অফিসে আসুন, দালাল থেকে দূরে থাকুন। অনুষ্ঠানে নামজারির কপি আনুষ্ঠানিক ভাবে ভূমি মালিকদের কাছে প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস ভোরের কাগজকে জানান, ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহন, কৃষি খাস জমি বন্দোবস্ত এর আবেদন গ্রহন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহন, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহন, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিসে এসে এসব কাজ করারও পরামর্শ দেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ওসি আবু তাহের.উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমূখ।

এছাড়াও উপজেলার অন্যান্য ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহনকারি শতাধিক নারি পুরুষ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়