×

সারাদেশ

সুনামগঞ্জে ভেসে আসা পাথর নির্বিঘ্নে আহরণের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:৩৩ পিএম

সুনামগঞ্জে ভেসে আসা পাথর নির্বিঘ্নে আহরণের দাবি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের সীমান্তে ভারত থেকে ভেসে আসা বালু, পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করছে কয়েক হাজার হতদরিদ্র মানুষ। মাঝে মাঝে এই বালু, পাথর আহরণে নানা ধরনের নিষেধাজ্ঞা আসে। তখন বিপাকে পড়ে ওই হতদরিদ্ররা। তাই নির্বিঘ্নে যাতে বালু, পাথর আহরণ করতে পারে সে বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিনসহ আরো অনেকে।

গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় এ দাবি জানিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধ নিয়েও কথা হয়।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সচিব রাজেশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান।

আলোচনা সভায় সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেন, আপনারা আইন মেনে মাদক ও কয়লা চোরাচালান প্রতিরোধ করে প্রশাসনকে সহযোগিতা করুন। প্রশাসন আপনাদের আইন অনুযায়ী সহযোগিতা করবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, সীমান্ত আইন মেনে শৃঙ্খলার ভেতরে চলুন, বিজিবি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, জেলা প্রশাসন সব সময় হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জেলা প্রশাসন আইন অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App