×

সারাদেশ

শান্তিগঞ্জে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৫:৫১ পিএম

শান্তিগঞ্জে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারিভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ মে) উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল কেনা শুরু হয়।

খাদ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুনতাসীর মামুন, খাদ্য গুদামের ওসিলিটি বিউটন চক্রবর্তী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আযাদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, মিল মালিক আব্দুল ওয়াহিদ ও জসিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় কৃষকের কাছ থেকে খাদ্য বিভাগ ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৮১৭ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ২৪৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App