×

সারাদেশ

পিরোজপুরের ৪ রাজাকারের রায় যেকোনো দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:১০ পিএম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে রায় অপেক্ষমান (সিএভি) রাখেন। আজ রবিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

প্রসিকিউটর সাইদুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। রায়ে সব আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৩ জন সাক্ষী দিয়েছেন। মামলার অপর তিন আসামি হলেন আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ও নুরুল আমিন হাওলাদার। এর মধ্যে নুরুল আমিন এখনো পলাতক।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ভাণ্ডারিয়ার পশারীবুনিয়া গ্রামে ১৮ জনকে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

প্রসিকিউশন সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর প্রথমে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর বিভিন্ন সময় মামলার তিন (একজন কারাগারে ও দু'জন পলাতক অবস্থায়) আসামি মারা যান। এর আগে ২০১৬ সালের ১২ এপ্রিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ তদন্ত শেষ হয় ২০১৮ সালের ৬ নভেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App