×

জাতীয়

জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা

ফাইল ছবি

২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দেশটির দূতাবাস।

রবিবার (২১ মে) দূতাবাসের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেয়া হয়। তাতে বলা হয়, আশা করা হচ্ছে, ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হয়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে ও সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন।

ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একইসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App