×

ভিডিও

আপনাদের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৫:২৫ পিএম

https://www.youtube.com/watch?v=Ym8StWBdbe4

আপনাদের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

রবিবার (২১ মে) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসে এ কথা বলেন তিনি। সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটিকে ঘিরে র‌্যালি হয়। ওই র‍্যালি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে তৈরি অস্থায়ী মঞ্চে কেক কাটা, জাতীয় সংগীত পরিবেশনসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (কোষাধ্যক্ষ) অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।

শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক গবেষণার উপযোগী করে গড়ে তুলবো আমরা। তোমরা যারা এবার নতুন ভোটার হয়েছ বা গত নির্বাচনে ভোট দিয়েছে তাদেরকে বলবো, শিক্ষা-দীক্ষা, প্রযুক্তি ও প্রকৌশলে দেশকে এগিয়ে নিতে হলে তোমাদেরকে ভোট দিতে হবে নৌকায়,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভোট দিতে হবে নৌকায়, নারীর সম্মান রক্ষা করতে ভোট দিতে হবে নৌকায়।

এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রতিনিধি উর্মি, কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি ও জনসংযোগ কর্মকর্তা এবং পিএস টু ভিসি এনামুল তালুকদার ও শিক্ষক প্রতিনিধি ইংরেজি বিভাগের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আনিস মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মশিউর রহমান, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধূরী এমপিসহ আরো অনেকে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস গত ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘুর্ণিঝড় মোকার কারণে সেটি স্থগিত হয়েছিলো। পরিবর্তিত তারিখ ২১ মে দিবসটি উদযাপিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App