কালবেলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আগের সংবাদ

আইসিসির প্রধান কৌঁসুলির বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা

পরের সংবাদ

সার্জনদের তুলনায় ডিপ্রেশনে বেশি ভোগেন ফিজিশিয়ানরা

প্রকাশিত: মে ২১, ২০২৩ , ৮:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ২১, ২০২৩ , ৮:৩৯ অপরাহ্ণ

সব শ্রেণি-পেশার মানুষেরই ডিপ্রেশন (বিষণ্নতা) থাকে। এমন কি যারা মনোরোগ চিকিৎসক তাদেরও ডিপ্রেশন (বিষণ্নতা) থাকে। ফিজিসিয়ান ও সার্জনদেরও ডিপ্রেশন (বিষণ্নতা) থাকে। তবে সার্জনদের তুলনায় ফিজিশিয়ানরা বেশি ডিপ্রেশনে (বিষণ্নতা) ভোগেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।‌

প্রতীকী ছবি

‘ডিপ্রেশন’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাসিক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রবিবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল সাব কমিটি এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ, মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিন, সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা একটি করে প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশেষ অতিথি ছিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। রেসপেরিটোরি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়