×

সারাদেশ

বৃষ্টিতেও বিরামহীন প্রচারণা প্রার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০১:৫৪ পিএম

বৃষ্টিতেও বিরামহীন প্রচারণা প্রার্থীদের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত প্রচার-প্রচারণার ৫ম দিন গতকাল শুক্রবার বৃষ্টির পানিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার বিনষ্ট হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী মাঠে প্রচারণার সময় আছে আর মাত্র ৩দিন। তবে কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই চলে প্রার্থী ও কর্মী-সমর্থকদের বিরাহীন প্রচারণা। আবার অনেক প্রার্থীই ওই অলস সময়ে স্মার্ট ফোনে নেট প্রচারণায় ব্যস্ত ছিলেন। কেউ আবার ফোনে কল করেও বিভিন্ন এলাকার কর্মীদের কাছ থেকে নির্বাচনী মাঠের খোঁজ খবর নিয়েছেন। কোনো কোনো প্রার্থী বৃষ্টির মধ্যেই বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে প্রচারণা চালিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আজমত উল্লা খান গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর কোনাবাড়ি থানা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তার সকাল ১০টায় ১২ নম্বর ওয়ার্ডের কুদ্দুস মার্কেটে পথসভা থেকে গণসংযোগ শুরুর কথা থাকলেও বৃষ্টির জন্য কর্মসূচির একটু বিলম্ব ঘটে। সেখানে নির্ধারিত পথসভা শেষে আজমত উল্লা খান কোনাবাড়ির কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলগেট এলাকায় ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিস প্রাঙ্গণে পথসভা করেন। পরে তিনি ৮ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়, কোনাবাড়ি কলেজ মাঠ এবং ১০ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় পথসভা করেন।

এসব পথসভায় আজমত উল্লা খান বলেন, আমরা একজোট হয়েছি, আগামী ২৫ তারিখ যে নির্বাচন হবে তা হবে সম্পূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। যা হবে সবার কাছে গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। এ নির্বাচন সম্পর্কে যারা মিথ্যাচার করছে আমি তাদের জবাব দিতে চাই। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। তারপরও বলব, সময় যেহেতু অত্যন্ত কম, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা রয়েছেন তাদের অনুরোধ করব, আপনারা বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে আমার সালামটুকু পৌঁছায়ে দেবেন। তারা নৌকা প্রতীকে যেন ভোটটা দেন।

পথসভায় তিনি আরো বলেন, আল্লাহ চাহেতো আমি নির্বাচিত হতে পারলে একটি পরিকল্পিত শহর গড়তে চাই। স্থানীয় সরকার বিশেষজ্ঞ যারা আছেন আমি তাদের সঙ্গে বসে একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে চাই। যাতে করে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে ওই পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ শুরু করতে পারি।

আমাকে একটিবার সুযোগ দিন-রনি সরকার : হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রাথী সরকার শাহনূর ইসলাম রনি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টঙ্গীর ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর ও গাজীপুরা এলাকায় এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর গাছা অঞ্চলের দক্ষিণ খালকৈর, উত্তর খালকৈর, ডেগের চালা, মৈরাণ, হারিকেন, মালেকের বাড়ি ও শরিফপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় রনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার ষড়যন্ত্রের শিকার। সবাই জানেন আমার বাবাকে ষড়যন্ত্রমূলকভাবে দীর্ঘ ১৮ বছর ফাঁসির সেলে আটকে রাখা হয়েছে। বিগত ২০০৬ সালে সাবেক টঙ্গী পৌর নির্বাচনে আপনারা আমার বাবার পক্ষে রায় দিয়েছিলেন। আপনাদের সেই রায়ও কেড়ে নেয়া হয়েছিল। তিনি বলেন, আপনারা অনেককে সুযোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন। এবার আমাকে একটিবার সুযোগ দিন। কথা দিচ্ছি, আপনাদের নিয়ে বসবাসযোগ্য সুন্দর একটি মহানগর গড়ে তুলব ইনশা আল্লাহ।

আমরাও চাই একটি ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হোক-নিয়াজ উদ্দিন : জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন সকালে বৃষ্টি উপেক্ষা করে মহানগরের ভাওয়াল রাজবাড়ি আদালত পাড়া থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি আইনজীবী সমিতির বিভিন্ন হলে গিয়ে আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন। তিনি সিটি নির্বাচনে মেয়র পদে সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

টঙ্গীর এরশাদ নগর এলাকায় টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের প্রচারণায় আগের রাতে হামলার ঘটনা ঘটেছে এবং তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। তবে জাপা প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন বলেন, আমার কাছে মনে হচ্ছে পরিবেশ এখনো ভালো আছে। নির্বাচন কমিশনও চাচ্ছে একটা ভালো ও সুন্দর নির্বাচন উপহার দিতে। আমি বলব একটি সুন্দর নির্বাচন সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করবে। আমরাও চাই একটি ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হোক।

নগরবাসির উদ্দেশে নিয়াজ উদ্দিন বলেন, আপনাদের মূল্যমান ভোট দিয়ে যদি আমাকে মেয়র নির্বাচিত করেন তবে, আল্লাহর রহমতে আমি সব শ্রেণির প্রতিনিধিদের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। উন্নত শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, বেকারত্ব দূরিকরণের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব, বস্তিবাসীর জন্য আবাসনের ব্যবস্থা করব। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ নিয়ে একটি পরিকল্পিত সিটি গড়তে যা যা করা দরকার আমি তার সবকিছুই করব ইনশাল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App