×

আন্তর্জাতিক

বাইডেনকে দাঁতভাঙা জবাব দিলেন এরদোগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৮:১৮ পিএম

বাইডেনকে দাঁতভাঙা জবাব দিলেন এরদোগান

মার্কিন গণমাধ্যম সিএনএন-কে সাক্ষাৎকার দেন রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

গত ১৪ মে তুরস্কের গুরুত্বপূর্ণ নির্বাচন উপলক্ষ্যে প্রচার চলাকালে দেশটির নেতা রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘স্বৈরশাসক তকমা’ দিয়েছিলেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনের সেই মন্তব্যের সাধারণ অথচ ‘দাঁতভাঙা’ জবাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘স্বৈরশাসক’ মন্তব্যটি স্মরণ করিয়ে দেওয়া হয় এরদোগানকে।

এর জবাবে তুর্কি নেতা পাল্টা প্রশ্ন করে বলেন, একজন ব্যক্তি, যিনি (নির্বাচনে) প্রথম নয়, দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন, তাকে কীভাবে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা যেতে পারে?

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যে পিপলস অ্যালায়েন্স (ক্ষমতাসীন জোট) ৩২২ জন ডেপুটি (সংসদ সদস্য) নিয়ে পার্লামেন্টে প্রবেশ করবে এবং জোটের নেতৃত্বদানকারী ব্যক্তি (এরদোগান) দ্বিতীয় রাউন্ডের বিজয়ী হিসেবে আবির্ভূত হবেন, আমাকে বলবেন- ‘এটা কী ধরনের একনায়কত্ব?’

গত ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেউ সরাসরি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। ফলে আগামী ২৮ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

অবশ্য প্রথম দফার ভোটে প্রধান বিরোধী দল সিএইচপি নেতা এবং ছয় দলীয় জোট ন্যাশন অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর চেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান।

অপরদিকে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App