×

আন্তর্জাতিক

নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ১১:৪৯ এএম

নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

ছবি: এএফপি

নিউ ক্যালিডোনিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২০ মে) মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ক্যালিডোনিয়ান দ্বীপপুঞ্জের ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। তবে ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কয়েক মিনিট পর ৬ দশমিক ৫ মাত্রার একটি পরকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে, তবে তার উচ্চতা দশমিক ৩ মিটারের (এক ফুট) বেশি হবে না।

এর আগে শুক্রবার একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App